Thursday, March 28, 2013

রুট,ওয়ারেন্টি এবং কিছু প্রশ্নের উওরঃ

গত কয়েকদিন ধরে ব্লগ ও ফেবুতে রুট করলে ওয়ারেন্টি থাকবে কিনা এই প্রশ্ন অনেক বার দেখেছি । তাই আজকে আমি এই বিষয়ে আলোকপাত করছি ।






রুট কিঃ



এন্ড্রইড সিস্টেমে OS এর ড্রাইভকে রুট বলে , Windows এ আমরা বলি (C:),এটি system ড্রাইভ এবং এই ড্রাইভে প্রতিটি ফাইল খুবই গুরুত্বপূন' । Android ওপেন সোস' OS হওয়ার পরও Google রুট Lock করে রাখার কারন হলো , রুট Drive এর ফাইল Edit বা Remove করলে Device ব্রিক বা bootloop হতে পারে , Virus আক্রমন সহজ হতে পারে । তাই সাধারন user দের রুট access না পাওয়াই ভাল কিন্তু যারা নিজেদের Device এর সবটুকু সুবিধা উপভোগ করতে চায় , য়াদের নুন্যতম Browsing ক্ষমতা আছে এবং simple রুটিং Process এ root unlock করতে পারে ,যাদের রুট Access করা বিভিন্ন কাজে লাগে অথাৎ যারা Super User তাদের রুট unlock করার অধিকার আছে , এটা কোনো Piracy এর প'যায়ে পড়ে না,শুধু একটা Simple test to prove yourself >>>>>


রুট ও ওয়ারেন্টির সম্পকঃ



আমাদের Android মোবাইল যে ব্রান্ডেরই হোক না কেন কিছু দিনের ওয়ারেন্টি থাকে , আমি আগেই বলেছি রুট করার মানে নিজেকে Super User দাবি করা , কখনো শুনেছেন SuperMan ছোট-খাট সমস্যায় Public এর কাছে সাহায্য চাইছে ! রুট করার পর কোম্পানি আপনাকে কোনো সফটওয়ার সমস্যায় সমাধান দিবেনা । ব্যাপারটা এইরকম আপনি কাস্টমার কেয়ারে গিয়ে বলতে পারবেন না যে Link2SD/RootChecker কাজ করছে না বা আমাকে রুট করে দেন ইত্যাদি , রুট করলেও আপনার হার্ডওয়্যার এর ওয়ারেন্টি দিবে কম্পানি অ্যান্ড ফোন বুট লুপ হলে বা বৃক হলে বেশিরভাগ কোম্পানির (Samsung,Sony বাদে) কোন উপায় নেই এইটা সনাক্ত করার যে ফোন রুট করা হয়েছিল বা রুট করার চেস্টা করা হয়েছিল , [সামসাং এবং সনির বেশিরভাগ মডেলেও সিগ্নেচার না রেখে রুট করার সিস্টেম আছে] একই কথা প্রযোজ্য কাস্টম ফার্মওয়ারের ক্ষেএে, এখন প্রশ্ন হল সফটওয়্যার সমস্যায় কি করবেন ? আমরা সব সময় Recommend করি C.W.M বা TWRP অথবা যেকোনো রিকভারি দিয়ে Nandroid backup করা অ্যান্ড সমস্যা হলে ব্যাকআপটা রিস্টোর করতে,সমস্যা টা যদি তাও সল্ভ না হয় তাহলে গুগল করা তাঁতেও যদি সমাধান না হয় এবং ওয়ারেন্টি এর খুব দরকার হয় তাহলে ফোন C.W.M বা TWRP দিয়ে ফরমেট করে care এ নিয়া য়েতে পারেন অথবা যে কোন সফটওয়্যার দিয়ে UnRoot করতে পারেন, সুতরাং ওয়ারেন্টি কোন বড় প্রব্লেম না>>>>>




সুতরাং আমি কি রুট আনলক করব ? ঃ

এটা পুরপুরি আপনার ইচ্ছা । আপনার ফোন এর সবচেয়ে বড় শত্রু হতে পারেন আপনি - রুট ড্রাইভের ফাইল ডিলিট করে বা এডিট করে, কোন ভাইরাস যুক্ত অ্যাপ্লিকেশান ইন্সটল করে আবার আপনার ডিভাইস এর কোন দিন ওয়ারেন্টি এর দরকার হবে না এমন বন্ধু ও হতে পারেন মগজ বাবহার করে>>>



রেফারেন্সঃ



উপরের কোন কথাই আমার বানানো না । এইগুলা কালেক্ট করা হয়েছে নিচের সোর্স থেকে >>>


"rooting does not void the statutory warranty that covers the hardware"

-http://en.wikipedia.org/wiki/Android_rooting

"I can't remember hearing anyone being denied a warranty repair/replacement for rooting or unlocking in many years now"

-http://forum.xda-developers.com/showthread.php?t=1986374

"99% of the time they will never know or care that it was unlocked

-http://forums.androidcentral.com/nexus-4-rooting-roms-hacks/235446-rooting-warranty.html

"Unrooting is the reverse process of rooting in which you  unroot your phone and return it to stock. This process gives your warranty back which gets void after your rooted your android mobile"

-http://androidsettler.com/what-is-rooting-and-unrooting-in-android/

10 comments:

  1. boss apnar site ta r comments gula chorom. thnx.

    ReplyDelete
  2. thx Nixon bro, i couldnt have done it without ur help

    ReplyDelete
  3. প্লিজ w100 কে রুট করার পদ্ধতিটা শেয়ার করেন

    ReplyDelete
    Replies
    1. W100 রুট করার সিস্টেম আমি খুব তাড়াতাড়ি পোস্ট করার try করব , কমেন্ট করার জন্য ধন্যবাদ >>>>

      Delete
    2. ভাই w70 and w100 দুইটায় mtk 6577 প্রসেসর use করা তাই এই সিস্টেম এই রুট হবে w100 >>>>>>

      Delete
    3. http://symphonyw60.blogspot.com/2013/03/how-to-root-symphony-w70-or-any-mtk.html

      Delete
  4. ভাই এতদিন একটা গোলক ধাধার মধ্যে ছিলাম। আজ তা পরিষ্কার হল। ধন্যবাদ এত সুন্দর পোষ্ট করার জন্য।

    ReplyDelete
  5. hey any custom ROM available for w60? i would love to use MIUI ROM

    ReplyDelete